Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেনাল্টি থেকে হ্যাটট্রিকে জাস্টিনের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১ ডিসেম্বর ২০২৪ ১০:৩৬ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ১৪:১৬

পেনাল্টি থেকে হ্যাটট্রিকে জাস্টিনের নতুন রেকর্ড

বাবা ছিলেন ডাচ ফুটবলের কিংবদন্তি। প্যাট্রিক ক্লুইভার্টের ছেলে জাস্টিন ক্লুইভার্ট বাবার মতো এখনো সেভাবে নাম কামাতে পারেননি। তবে গত রাতে জাস্টিন গড়েছেন অনন্য এক রেকর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের হয়ে মাঠে নেমে উলভসের বিপক্ষে পেনাল্টি থেকে তিনটি গোল করে নতুন ইতিহাস গড়েছেন তিনি। প্রিমিয়ার লিগে এটিই পেনাল্টি থেকে হ্যাটট্রিক করার প্রথম ঘটনা।

উলভসের বিপক্ষে ম্যাচের তিন মিনিটের মাথায় এভানিলসনকে ফাউল করলে পেনাল্টি পায় বোর্নমাউথ। পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন ক্লাবের হয়ে নিজের ৫০তম ম্যাচে মাঠে নামা জাস্টিন। এরপর ১৮ ও ৭৪ মিনিটে আরও দুইবার এভানিলসনকেই বক্সের ভেতর ফাউল করা হয়। সেই দুই পেনাল্টিও নেন জাস্টিন। দুবারই গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিকও! শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে ম্যাচ জিতেছে বোর্নমাউথ।

বিজ্ঞাপন

এই হ্যাটট্রিকে নতুন এক রেকর্ড গড়েছেন জাস্টিন। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেছেন তিনি। একই সাথে লিগে এক ম্যাচে তিনবার পেনাল্টি আদায় করে রেকর্ড গড়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার এভানিলসনও।

অনন্য এই রেকর্ড গড়ে উচ্ছ্বসিত জাস্টিন, ‘ইতিহাসের পাতায় নাম লেখানো দারুণ ব্যাপার। এরকম রেকর্ড গড়তে পেরে আমি খুবই আনন্দিত।’

সারাবাংলা/এফএম

ইংলিশ প্রিমিয়ার লিগ জাস্টিন ক্লুইভার্ট পেনাল্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর