Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদমানের ফিফটিতে প্রথম দিন পার করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১ ডিসেম্বর ২০২৪ ০৯:০৫ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ১০:০১

সাদমান ইসলাম

জ্যামাইকাতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই হানা দিয়েছে বৃষ্টি। ভেজা মাঠের কারণে বিলম্বিত টসের পর প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৩০ ওভার। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও সাদমান ইসলামের দারুণ এক হাফ সেঞ্চুরিতে প্রথম দিনটা কাটিয়ে দিয়েছে বাংলাদেশ। সাদমান-দিপুর জুটির সুবাদে প্রথম দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯ রান।

প্রথম দিনে টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি সফরকারীদের। ৫ম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৩ রান করা জয়কে ফিরিয়ে ৮ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন কিমার রোচ।

বিজ্ঞাপন

ক্রিজে নামা মোমিনুল টিকতে পারেনি খুব বেশি সময়। রানের খাতা না খুলেই তিনি ফেরেন রোচের শিকার হয়ে। ১০ রানেই ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ যেন আরেকবার অল্পতে অলআউটের শঙ্কা জাগিয়েছিল। মোমিনুলকে ফিরিয়ে প্রথম পেসার হিসেবে বাংলাদেশের বিপক্ষে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন রোচ।

তবে সেই শঙ্কাটা দূর করেছেন ওপেনার সাদমান। দারুণভাবে ক্যারিবিয়ান বোলারদের সামলে আর বিপদ হতে দেননি তিনি। দিনের বাকিটা সময় তাকে দারুণ সঙ্গ দিয়েছেন শাহাদাত হোসেন লিপু। দিনের শেষভাগ পর্যন্ত খেলে এই জুটি তুলেছে ৫৯ রান। তবে ভাগ্যও বেশ সহায় ছিল দুজনের। তিনটি সহজ ক্যাচের সুযোগ নস্ট করেছেন ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডাররা।

এই জুটি গড়ার সময় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান। ৩ চার ও ১ ছক্কায় সাজানো এই ইনিংসে নিজের টেস্ট ক্যারিয়ারের ৫ম হাফ সেঞ্চুরি। ১০০ বলে ৫০ রানে অপরাজিত আছেন তিনি। দিপু অন্য প্রান্তে অপরাজিত আছেন ১২ রানে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সাদমান ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর