সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
৩০ নভেম্বর ২০২৪ ২২:৪৭ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ১৪:১৫
ঢাকা: সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন ডিসি মিডিয়া তালেবুর রহমান।
রাজধানীর কাওরান বাজারে জনতা টাওয়ারেরর সামনে এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নী সাহা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে তেজগাঁও থানা পুলিশ হেফাজতে নেয়।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। গত ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মো. কামরুল ইসলাম।
সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে যে সাত সাংবাদিককে আসামি করা হয়েছে, তাদের একজন মুন্নী সাহা।
সারাবাংলা/ইউজে/এসআর