Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ ডিসেম্বর রেল অবরোধের ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ২১:৪৩ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ০১:৪৭

যশোর: যশোর থেকে ট্রেনে চড়ে পদ্মা সেতু দিয়ে তিন ঘণ্টায় ঢাকায় যাওয়ার স্বপ্ন বাঁচাতে রেল অবরোধের ঘোষণা দিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে যশোর রেলওয়ে জংশনে এ অবরোধ কর্মসূচি পালিত হবে। এতেও দাবি আদায় না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণেরও ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) যশোর রেলওয়ে জংশন প্ল্যাটফর্মে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন বলেন, যশোর-ঢাকা-পদ্মাসেতু লিংক প্রোজেক্টের উদ্বোধনী দিনে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে দুইটি ট্রেন চালুসহ দর্শনা-যশোর-নড়াইল-ঢাকা রুটে দুইটি ট্রেন চালু, নিজ শহর থেকে প্রতিদিন ঢাকায় অফিস করার জন্য ট্রেনের সময় সূচি তৈরি করা, আন্তঃনগর ট্রেনে সুলভ বগী যুক্ত করা, ট্রেনের ভাড়া বাস ভাড়া থেকে কম রাখা, ট্রেনের টিকিট প্রাপ্তির সহজ পদ্ধতি চালু করা, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা এবং দর্শনা-খুলনা রেলপথকে দ্রুত ডবল করাসহ ছয় দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চলছে।

তিনি বলেন, শোনা যাচ্ছে খুব দ্রুতই পদ্মবিলা জংশন-নড়াইল-ভাঙ্গা হয়ে ঢাকায় রেল চলাচল শুরু হতে যাচ্ছে। গত ২৪ নভেম্বর ঢাকা-নড়াইল-খুলনা রুটে পরীক্ষামূলক রেল চলাচল করেছে। কিন্তু যশোরে এখনও এ ধরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে নতুন এই রুটে যশোর থেকে কখন, কিভাবে এবং ক’টি ট্রেন চলাচল করবে তার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এ কারণে আমরা আমাদের স্বপ্ন বাঁচাতে, পদ্মাসেতু রেল প্রকল্পের সুবিধা পেতে আগামী ৩ ডিসেম্বর দুপুর ১ টায় রেলপথ প্রতীকী অবরোধ ঘোষণা করছি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান হিরু, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, জিল্লুর রহমান ভিটু, অধ্যক্ষ শাহীন ইকবাল, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মিলন, সংগ্রাম কমিটির নেতা অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু ও খন্দকার আজিজুল হক মনি প্রমুখ।

সারাবাংলা/এসআর

যশোর রেল অবরোধের ঘোষণা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর