খুলনায় সাবেক প্যানেল মেয়র রফিউদ্দিন গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ২১:১৯
৩০ নভেম্বর ২০২৪ ২১:১৯
খুলনা: খুলনা সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ১ ও ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহমেদ ওরফে রফিককে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকা মেইন রোড থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তিনি সাবেক সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের বড় ভাই। তাকে খালিশপুর থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে।
খুলনা মহানগর ডিবি পুলিশের ডিসি মো. তাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এইচআই