Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
বার্সাকে স্তব্ধ করে লাস পালমাসের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪ ২১:০৯ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ২৩:৪৭

টানা তিন ম্যাচে জয়হীন বার্সা

লা লিগার প্রথম ১২ ম্যাচে অপরাজিত থেকে রীতিমত উড়ছিলেন তারা। শেষ তিন ম্যাচে সেই বার্সাই নেমে এলো মাটিতে। টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর নিজেদের মাঠে লাস পালমাসের কাছেই হেরে গেল তারা। লাস পালমাসের কাছে ২-১ গোলে হেরে লা লিগার শীর্ষস্থান হুমকির মুখেই ফেলে দিল হ্যান্সি ফ্লিকের দল।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মৌসুমের প্রথম হারের স্বাদ পেয়েছিল বার্সা। পরের ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র করেছিল কাতলানরা। টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর লাস পালমাসের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই অলিম্পিক স্টেডিয়ামে মাঠে নেমেছিলেন বার্সা ফুটবলাররা। নিজেদের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের ম্যাচটা স্মরণীয় করে রাখাই ছিল তাদের লক্ষ্য।

বিজ্ঞাপন

তবে বার্সার সেই আশায় গুড়েবালি। নিজেদের মাঠে প্রথমার্ধে নিজেদের হারিয়ে খুঁজেছে বার্সা। ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন আলেহান্দ্রো বালাদে। হাফ টাইমের ঠিক আগে দুটি দারুণ সুযোগ পেয়েছিল বার্সা। রাফিনহার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। পরের মিনিটেই রাফিনহা শট পোস্টে লেগে ফিরে এলে এগিয়ে যাওয়া হয়নি বার্সার। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

May be an image of 1 person, playing football, playing soccer, cleats and text

দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সাকে চমকে দিয়ে এগিয়ে যায় লাস পালমাস। ৪৯ মিনিটে রদ্রিগেজের বাড়ানো বলে দলকে এগিয়ে দেন সান্দ্রো রামিরেজ। পিছিয়ে পড়ে অবশ্য দ্রুতই ম্যাচে ফিরেছে বার্সা। ৫১ মিনিটে পেদ্রির পাসে বক্সের বাইরে বল পেয়ে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান রাফিনহা।

বার্সার এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৭ মিনিটে আবার এগিয়ে যায় লাস পালমাস। মুনোজের অ্যাসিস্টে গোল করে লিড ফিরিয়ে আনেন ফ্যাবিও সিলভা। এরপর ম্যাচে অনেক চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি বার্সা।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ২-১ গোলে হার দিয়েই মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ১৯৭১ সালের পর এই প্রথম বার্সার মাঠে লা লিগার ম্যাচে জয় পেল লাস পালমাস। এই হারে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল বার্সেলোনা। তবে দুই ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সামনে শীর্ষে ওঠার সুযোগ তৈরি হয়েছে।

সারাবাংলা/এফএম

বার্সেলোনা লা লিগা লাস পালমাস