সনদ তুলতে এসে রাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার
৩০ নভেম্বর ২০২৪ ২০:৩৯ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ২০:৪৫
রাবি: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক এক নেতা সনদ তুলতে এসে গ্রেফতার হয়েছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ জিয়াউর রহমান হলের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ছাত্রদলের দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার নাম ফিরোজ মাহমুদের বাড়ি বগুড়া জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শহিদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ নেতা ফিরোজ সনদ তুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের শহিদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী ওই ছাত্রলীগ নেতাকে আটকে মারধর করেন। পরে তারা মতিহার থানা পুলিশকে খবর দেন।
এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক বলেন, ‘মামলার বাদী ছাত্রদল নেতাসহ কয়েকজন ওই ছাত্রলীগ নেতাকে আটক করে আমাদের খবর দেয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আজ দুপুরে ছাত্রদল নেতার করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ জিয়াউর রহমান হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রলীগের ১০১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে নগরের মতিহার থানায় মামলা করেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব। মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়।
সারাবাংলা/এইচআই