‘পাঠ্যক্রমে কর্তৃত্ববাদী শাসন ও পারিবারিক ইতিহাসের শিক্ষা দিয়েছে আ.লীগ’
৩০ নভেম্বর ২০২৪ ২০:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ২২:২৪
দিনাজপুর: পাঠ্যক্রমে যে ধরনের পরিবর্তন আনা হয়েছে যা বাংলাদেশের প্রেক্ষাপটে কর্তৃত্ববাদী শাসন ও পারিবারিক ইতিহাসের শিক্ষা দেওয়ার অপচেষ্টা আওয়ামী লীগের বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ মহিলা কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘পারিবারিক ইতিহাসের বই বানিয়ে বাংলাদেশে মানুষকে আসল ওষুধ বলে খাওয়ানো হয়েছে। দিন শেষে লাভ হয়নি,পালিয়ে গেছেন।’
উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ শামীম চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ও হাকিমপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আরমান হোসেন।
সুধী সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরেন ডা. এজেডএম জাহিদ হোসেন।
সারাবাংলা/এসআর