Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা যা করছি, রেকর্ড হয়ে যাচ্ছে’

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ১৮:১৯

আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের পথে বেশ কিছু রেকর্ডও নতুন করে লিখেছেন নিগার সুলতানা জ্যোতিরা। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচেও গড়ল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিজের সর্বোচ্চ ১৯৪ রান তাড়া করে জেতার রেকর্ড। একইসাথে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ এবং সব মিলিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ টপকে যাওয়ার রেকর্ডও এটি।  

বিজ্ঞাপন

মঙ্গলবার প্রথম ম্যাচেও বেশ কিছু রেকর্ড গড়েছেন বাংলাদেশের মেয়েরা। ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের (২৫২/৪) ম্যাচে জিতেছে সর্বোচ্চ রানের (১৫৪) ব্যবধানেও। একই ম্যাচ দিয়ে ১৬ মাস পর ওয়ানডেতে ফেরা শারমিন আক্তার সুপ্তা খেলেছেন ৯৬ রানের ইনিংস। সেঞ্চুরি মিস করা এই ইনিংসের পথে ৪১ বলে করেছেন বাংলাদেশের দ্রুততম ফিফটি। চার মারেন ১৪টি; যেটা বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ। 

আজ দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক জ্যোতি। সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন দুই ম্যাচে গড়া নিজেদের রেকর্ড নিয়ে। হাসতে হাসতেই বললেন জ্যোতি, ‘আমরা যা করছি, রেকর্ড হয়ে যাচ্ছে। এটা হলো বিষয় (হাসি)। হয়তো আগে করতে পারিনি, এই কারণে হচ্ছে। ভালো লাগে। দলটা দেখেন, অনেক দিন ধরে এই ক্রিকেটাররা অনেক কষ্ট করছে। ম্যাচ জিততে না পারায় অনেক সময় নেতিবাচকতা বেশি থাকে। দলকে উজ্জীবিত করার যতোই চেষ্টা করেন না কেন, ওইটা থাকে। তবে দলের জন্য জয় অনেক বড় ব্যাপার। খারাপ করলে অনেক কিছু চলে আসে যে এটা নেই, ওটা ভালো না। এখনও যে খারাপ কিছু নেই, তা নয়। তবে ভালোর পরিমাণটাই এবার বেশি।’

আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশপের অংশ এই সিরিজের ওপর নির্ভর করছে আগামী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের জায়গা পাওয়া, না পাওয়া। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলেও জ্যোতির স্বস্তি আজকের ম্যাচ জিতে ২ পয়েন্ট পাওয়া নিয়ে। সিরিজ জয় নাকি ২ পয়েন্ট, কোনটা বড় পাওয়া? 

এই প্রশ্নের জবাবে জ্যোতি বলেন, ‘২ পয়েন্ট পাওয়া। সিরিজ জয় অবশ্যই দলের জন্য অনেক ভালো। একটা মোমেন্টাম তৈরি করা। পয়েন্টটাই আমাদের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ। আরও ২টা পয়েন্ট পেলাম। এজন্য আরও বেশি খুশি।’

বিজ্ঞাপন

চার নম্বরে নেমে ৩৯ বলে ৪০ রানের ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন জ্যোতি। এই ঘোষণা বিস্ময় হয়েই এসেছে তার কাছে। কারণ ভেবেছিলেন টানা দুই ম্যাচে ফিফটি করা ফারজানা পিংকির হাতেই উঠবে ম্যাচ সেরার পুরস্কার। তবে ম্যাচ সেরা হওয়ার চেয়ে দলের জয়ে অবদান রাখতে পেরেই খুশি জ্যোতি, ‘একদম হুট করে (ম্যাচ সেরা)। আমি পুরোপুরি সারপ্রাইজড। আমার মনে হয়েছিল, পিংকি আপু হবেন। এটাও আসলে ম্যাটার করে না। দলের জয়ে অবদান রাখতে পেরেছি, এটাই গুরুত্বপূর্ণ। ম্যাচটা শেষ করতে পারলে ভালো লাগত।’

সারাবাংলা/জেটি

নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর