‘বিগত সরকারের সময় দেশ থেকে সাতক্ষীরাকে আলাদা করে রাখা হয়েছিল’
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ১৭:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৯:০৯
৩০ নভেম্বর ২০২৪ ১৭:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৯:০৯
সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে দেশ থেকে সাতক্ষীরাকে আলাদা করে রাখা হয়েছিল। বিগত সরকার সাতক্ষীরায় আমাদের অনেক নেতাকর্মীদের হত্যা করা হয়েছে।’
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘তারা লগী-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতা দখল করে জুলুম-নির্যাতন করে শত বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল। তারা এখন দেশ ছেড়ে পালিয়েছে। যারা দেশকে ভালোবাসে তারা পালায় না। আমরা জুলুম-নির্যাতনের পরও দেশ ছেড়ে পালাইনি।’
আগামীতে একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
সারাবাংলা/এসআর