Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঝেতে অন্তঃসত্ত্বা স্ত্রীর রক্তাক্ত মরদেহ, পাশে ঝুলছিল স্বামী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ১৭:১৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৭:১৬

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় মেঝেতে পড়েছিল অন্তঃসত্ত্বা স্ত্রীর রক্তাক্ত মরদেহ। পাশেই ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছিল স্বামীর লাশ। স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভালুকার কাচিনা ইউনিয়নের পালগাও গ্রামের মুক্তার হোসেনের মেয়ে রত্না বেগম (৩০) ও তার স্বামী বর্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (৩৫)।

নিহতদের স্বজনরা জানায়, স্ত্রী রত্নার দ্বিতীয় সন্তান প্রসবের সময় কাছাকাছি চলে আসায় শুক্রবার দুপুরে কামরুল স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি আসেন। রাতে পাঁচ বছর বয়সী ছেলেকে নানির কাছে রেখে স্বামী-স্ত্রী পাশের ঘরে ঘুমাতে যায়। রাতে ছেলে কান্না করলে নানি ওই ঘরে গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙে দেখেন মেঝেতে রত্নার রক্তাক্ত মরদেহ পড়ে আছে। এসময় পাশেই গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় কামরুলের মরদেহ ঝুলছিল।

অফিসার ইনচার্জ (ওসি) সামছুল হুদা খান বলেন, পারিবারিক কলহের জের ধরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।

সারাবাংলা/এসআর

অন্তঃসত্ত্বা স্ত্রীর রক্তাক্ত মরদেহ পাশে ঝুলছিল স্বামী ময়মনসিংহ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর