Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০৯ সরকারি হজ এজেন্সি থেকে নেই কোনো নিবন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ১৬:২৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৮:১৪

পবিত্র কাবা। ছবি: সংগৃহীত

ঢাকা: ২০২৫ সালে হজের জন্য সরকার অনুমোদিত ১০৯টি হজ এজেন্সি থেকে একজনও প্রাক-নিবন্ধন করেননি। এজন্য এজেন্সিগুলোর কাছে ব্যাখ্যা চেয়ে একটি চিঠি দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সম্প্রতি পাঠানো চিঠিতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিজরি ১৪৪৬/২০২৫ সালের হজের জন্য এরই মধ্যে সর্বমোট ৯৩৭টি হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে। কিন্তু অনুমোদিত তালিকায় প্রকাশিত হজ এজেন্সির মধ্যে ১০৯টি হজ এজেন্সির কোনোটিতেই প্রাক-নিবন্ধিত হজযাত্রী নেই।

বিজ্ঞাপন

এ অবস্থায় এ হজ এজেন্সিগুলোকে প্রাক- নিবন্ধন ও নিবন্ধন না করার জন্য কেন হজ ২০২৫ মৌসুমের যোগ্য তালিকা হতে বাদ দেওয়া হবে না তার ব্যাখ্যা দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

চিঠিতে আরও জানানো হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত যোগ্য এজেন্সির তালিকার শর্তাবলী ১(ঝ) এর শর্ত নিম্নরূপ- প্রকাশিত তালিকার কোনো এজেন্সি হজ ২০২৫ মৌসুমে যৌক্তিক কারণ ছাড়া হজযাত্রীর নিবন্ধন না করলে সেই এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ২০২৫ সালে হজে যেতে প্রাথমিক নিবন্ধন শনিবার (৩০ সেপ্টেম্বর) শেষ হওয়ার কথা। কিন্তু কোটা পূরণ না হওয়ায় সময় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৪১ হাজার ৬৫৯ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি পর্যায়ে ৪ হাজার ৬৫৯ জন এবং বেসরকারিভাবে ৩৭ হাজার ২৯০ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

ধর্ম মন্ত্রণালয় হজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর