Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষ বিধান বাতিল, গেজেট প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ১৫:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৭:১৯

ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ বাতিল করেছে সরকার।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আইনটি বাতিল করে  গেজেট প্রকাশ করা হয়েছে।

এর আগে ২০ নভেম্বর ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ জারির প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

নতুন অধ্যাদেশে বলা হয়েছে, বাতিল করা আইনে ইতোপূর্বে সম্পাদিত চুক্তির আওতায় চলমান প্রকল্পগুলোর কাজ অব্যাহত থাকবে এবং এক্ষেত্রে আইনটি রহিত হয়নি বলে ধরে নিতে হবে। একই সঙ্গে পূর্বোক্ত আইনের অধীনে সম্পাদিত সকল কিছু বৈধ বলে গণ্য হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, বিদ্যুৎ উৎপাদন চুক্তি সম্পাদনের জন্য ২০১০ সালের আইনের ধারা-৬ অনুসরণে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছিল। এটি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিদ্যুৎ খাত নিয়ে নেতিবাচক ধারণা তৈরি করেছে। উল্লেখ্য, ১৪ নভেম্বর হাইকোর্ট এই আইনের ধারা ৬(২) ও ৯ অবৈধ ঘোষণা করে। তবে, আইনটি বাতিল হলেও, ওই আইনের অধীনে হওয়া বিদ্যুৎ উৎপাদন চুক্তিগুলো বজায় থাকবে।

সারাবাংলা/জেআর/আরএস

বিদ্যুৎ ও জ্বালানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর