Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ১৫:৪২

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রিমা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রামেক হাসপাতাল থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে তিনি মারা যান।

গৃহবধূ রিমা বেগম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।

হাসপাতাল সূত্র জানায়, গৃহবধূ রিমাকে গত ২৪ নভেম্বর সন্ধ্যায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ডেঙ্গু পজিটিভ ছিলেন। তার শারীরিক অবস্থা অবনতি থাকায় ভর্তির পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। শুক্রবার বিকালে তিনি মারা যান।

এ বছর রামেক হাসপাতালে মোট চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে রামেক হাসপাতালে মোট ৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

সারাবাংলা/এসআর

ডেঙ্গু রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর