Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেকে নতুন করে প্রমাণ করতে চান গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪ ১৩:০২

নিজেকে প্রমাণ করতে চান পেপ

কোচ হিসেবে ক্লাব ফুটবলে সবকিছুই অর্জন করা শেষ তার। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখে সব শিরোপা জিতে ম্যানচেস্টার সিটিতেও সেই ধারা বজায় রেখেছেন পেপ গার্দিওলা। তবে এই মৌসুমে নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন পেপ। সিটির হয়ে টানা ৬ ম্যাচে জয়হীন গার্দিওলা বলছেন, নিজেকে আবার প্রমাণ করার সময় এসেছে তার।

গত দেড় মাসে সিটির হয়ে ভয়াবহ বাজে সময় পার করছেন গার্দিওলা। সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৫ ম্যাচে হেরেছে সিটি। সবশেষ চ্যাম্পিয়নস লিগে ফেইনুর্দের বিপক্ষে তিন গোলে এগিয়ে গিয়েও পয়েন্ট হারিয়েছে সিটিজেনরা। এমন হারের পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে, চুক্তি নবায়ন করলেও গার্দিওলা কি সিটিতে আদৌ থাকবেন?

বিজ্ঞাপন

গার্দিওলা বলছেন, সিটি ছেড়ে কোথাও যাচ্ছেন না তিনি, ‘আমি পালিয়ে যেতে চাই না। আমি এখানেই থাকতে চাই। দলকে নতুনভাবে পুনর্গঠন করব। এই মৌসুমের শেষেই হয়তো দলটা আগের অবস্থা ফিরে যাবে। পরের মৌসুমে আমরা নতুন করে শুরু করতে চাই। টানা ১০ বছর কোন দলটা একটানা ভালো খেলেছে? এমন কাউকেই দেখাতে পারবে না কেউ। টেনিস, গলফ, বাস্কেটবল কোথাও না।’

এত সংকটের মাঝে নিজেকে নতুনভাবে প্রমাণ করার লক্ষ্যের কথাই জানিয়েছেন গার্দিওলা, ‘আমরা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি সেটা একদমই সুখকর নয়। সবসময় তো আপনার সময়টা ভালো যাবে না।কাউকে দোষারোপ করে লাভ হবে না। দায়িত্ব থেকে পালিয়ে গেলেও হবে না। আমি সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছি। এই খারাপ সময়ের সমাধান খুঁজতে হবে। আমি নিজেকে প্রমাণ করতে চাই। এটা আমি প্রতিনিয়তই করছি।’

আগামীকাল প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে লিগের শীর্ষে থাকা লিভারপুল ও তৃতীয় স্থানে থাকা সিটি। সিটির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে লিভারপুল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ইংলিশ প্রিমিয়ার লিগ পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর