Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ১০০ 

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪ ১০:২৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৪:০৫

উত্তর গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, গাজার সিভিল ডিফেন্স শুক্রবার (২৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে ৭৫ জনের মৃত্যু হয়েছে বেইত লাহিয়ায় দুটি বাড়িতে চালানো ইসরায়েলি বিমান হামলায়। বাকিরা নিহত হয়েছেন জাবালিয়া ও উত্তর গাজার অন্যান্য অঞ্চলে।

মাহমুদ বাসাল আরও জানান, ৫ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ২,৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১০,০০০ জন। এই তথ্য তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু প্রকাশ করেছে।

বাসাল উত্তর গাজার পরিস্থিতিকে মহাবিপর্যয় বলে উল্লেখ করেন এবং এই অঞ্চলে ইসরায়েলি কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দেন। তিনি বলেন, এখানে কোনো ধরনের মানবিক সহায়তা পৌঁছাচ্ছে না। ইসরায়েলি বাহিনী এমনকি জীবিকার সন্ধানে বের হওয়া মানুষদেরও লক্ষ্যবস্তু বানাচ্ছে।

উত্তর গাজায় ৫ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের বৃহৎ স্থল অভিযানটি হামাসের পুনরায় সংগঠিত হওয়া ঠেকানোর উদ্দেশ্যে চালানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে ফিলিস্তিনিরা অভিযোগ করছেন, ইসরায়েল এই অভিযান দিয়ে গাজার অঞ্চল দখল এবং এর বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার চেষ্টা করছে।

এই অভিযানের শুরু থেকেই মানবিক সহায়তা, যেমন- খাদ্য, ওষুধ ও জ্বালানি প্রায় সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এতে ৮০,০০০ জনসংখ্যার এই অঞ্চলটি চরম দুর্ভিক্ষের মুখে পড়েছে।

৭ অক্টোবর ২০২৩ সালের হামাস আক্রমণের পর ইসরায়েলের চালানো সামগ্রিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৪৪,০০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গাজাকে বসবাসের অনুপযোগী বলে উল্লেখ করা হচ্ছে।

বিজ্ঞাপন

এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এছাড়াও, ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলছে।

সারাবাংলা/এনজে

ইসরায়েল গাঁজা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর