Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসকন নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ২০:৪৬

টাঙ্গাইল: চট্টগ্রামে ইসকন অনুসারীদের হাতে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদ ও টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবে সামনে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

এসময় বক্তব্য দেন টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহমান ও টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

সারাবাংলা/এসআর

ইসকন নিষিদ্ধের দাবি টাঙ্গাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর