Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফ্যাসিবাদ ঘুরে দাঁড়াবার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে’

স্পেশাল করসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ১৯:৫০ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ২২:০৪

চট্টগ্রামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদ পরিবার ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

চট্টগ্রাম ব্যুরো: ফ্যাসিবাদ ঘুরে দাঁড়াবার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদ পরিবার ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন। নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফও বক্তব্য রাখেন।

আদিলুর রহমান বলেন, ‘বাংলাদেশে ষড়যন্ত্রকারীদের কোনো স্থান নেই। এদেশ অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে তৈরি হয়েছে। স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষ নতুন দেশের সূচনা করেছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে, যা কোনোভাবেই হতে দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, ফ্যাসিবাদের পতন হয়ে গেছে। ঘুরে দাঁড়াবার চেষ্টা করবেন না। যদি করেন, আমরা কঠোর হাতে দমন করব। শহিদ পরিবার ও আহতদের সাথে নিয়ে বাংলাদেশ সংস্কারের কাজ যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারি, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

সভায় ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার কোনো রুটিন সরকার নয়। এটা ছাত্র-জনতার মাধ্যমে গঠিত সরকার। দেশের প্রশাসন থেকে শুরু করে সবকিছু চালিয়ে নেওয়ার জন্য ছাত্ররা আমাদের ওপর একটি দায়িত্ব দিয়েছেন। এ দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর। দেশের মানুষের মাঝে অস্থিরতা সৃষ্টি করতে চাইলে, কঠোর হাতে দমন করা হবে।’

তিনি বলেন, ‘চট্টগ্রামবাসীর প্রতি আমি কৃতজ্ঞ এ কারণে যে, আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হয়েছিল। কিন্তু আপনারা আবেগকে ধরে রেখে তাদের উদ্দেশ্য সফল হতে দেননি।’

বিজ্ঞাপন

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত সচিব হামিদুর রহমান খান, জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, অতিরিক্ত ডিআইজি এস এম মোস্তাইন হোসেন, নগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ আহমেদ সাকি উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এইচআই

এ এফ হাসান আরিফ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর