Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ১৯:৩৩ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ২২:০৫

বগুড়া: বগুড়ায় নিখোঁজের একদিন পর মাহাদী হাসান (৪) নামে এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে পুলিশ তাহমিনা (৩২) নামে এক নারীকে আটক করে।

শুক্রবার (২৯ নভেম্বর) সদর উপজেলার চারমাথা সংলগ্ন ধমকপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশ পাঁচ লাখ টাকা মুক্তিপন চেয়ে লেখা একটি চিরকুট পেয়েছে।

নিহত শিশু মাহাদী হাসান ধমকপাড়া গ্রামের শফিকুলের ছেলে।

আটক তাহমিনা একই এলাকায় একটি বাড়িতে পরিবার ছাড়া ভাড়া থাকতেন। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়।

পুলিশ ও স্বজনরা জানায়, মাহাদী বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে নিখোঁজ হয়। বিষষটি পুলিশকে জানানো হয়। পরিবারের লোকজন সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়। শুক্রবার সকালে একই এলাকার সন্দেহভাজন তাহমিনার বাড়িতে খোঁজ নিতে গিয়ে খাটের নিচে বস্তাবন্দী মরদেহ দেখতে পায় স্থানীয়রা। সেখানে মুক্তিপন চেয়ে লেখা একটি চিরকুট পাওয়া যায়। এসময় উত্তেজিত লোকজন ওই নারীর বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে যৌথবাহিনী পরিস্থতি শান্ত করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, শিশু মাহাদী হাসান শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসআর

নারী আটক বগুড়া শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর