Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের সেঞ্চুরিতে জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪ ১৯:৩৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ২২:০৪

সেঞ্চুরির পর উচ্ছ্বসিত তামিম

গত বছর আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারের আসরের প্রথম ম্যাচে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করলেন তারা। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের দুর্দান্ত এক সেঞ্চুরিতে আফগানিস্থানকে ৪৫ রানে হারিয়ে দারুণ এক শুরু পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আরব আমিরাতের দুবাইতে গ্রুপ ‘বি’ এর প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানরা। ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই দলীয় ৩ রানের মাথায় ফেরেন ওপেনার জাওয়াদ আবরার। এরপর কালাম সিদ্দিকিকে সাথে নিয়ে শতরানের দারুণ এক জুটি গড়েন অধিনায়ক তামিম।

বিজ্ঞাপন

তামিম-কালাম জুটি দ্বিতীয় উইকেটে যোগ করে ১৪২ রান। এই সময় হাফ সেঞ্চুরি তুলে নেন দুজনেই। এই জুটি ভাঙে ঘাজানফারের বলে ৬৬ রান করা কালাম ফিরলে। কালাম ফিরলেও অন্য প্রান্ত আগলে রেখেছেন তামিম। সতীর্থদের আসা যাওয়ার মাঝেও দারুণ ব্যাটিং করে তামিম তুলে নেন সেঞ্চুরি।

তামিমের ৮ চার ও ৪ ছক্কায় সাজানো ১৩৩ বলে ১০৩ রানের ঝকঝকে ইনিংস শেষ হয় নুরিস্তানি ওমরজাইয়ের বলে আউট হওয়াতে। কালাম-তামিমের পর মাত্র ৩ বাংলাদেশি ব্যাটার ছুঁয়েছেন দুই অংক। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২২৮ রান তোলে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ভালো লড়াই উপহার দিয়েছে আফগানরা। ফয়সাল খান আহমদজাই, নাসির খানরা আফগানদের জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন দারুণ দুটি ইনিংস খেলে। তবে দলের অন্য কেউ আর হাল ধরতে পারেনি। অন্যদিকে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের জয়ের পথ সুগম করেছেন আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন।

ফাহাদ ও ইমন দুজনেই নিয়েছেন ৩টি করে উইকেট। ৫৮ রান করেছেন আহমদজাই, ৩৪ রান করেছেন নাসির। তাদের এই দুটি সাহসী ইনিংস শেষ পর্যন্ত বিফলেই গেছে। ১৮৩ রানে আফগান ইনিংস থামলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বিস্তারিত আসছে…

সারাবাংলা/এফএম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আজিজুল হাকিম তামিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর