Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনজীবী সাইফুল হত্যার দ্রুত বিচারের আশ্বাস ২ উপদেষ্টার

স্পেশাল করসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ১৮:৪৫ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৯:৩৬

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

চট্টগ্রাম ব্যুরো: আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা হবে উল্লেখ করে পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক ‍উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে নিহত সাইফুলের বাড়িতে যান দুই উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা সাইফুলের কবর জেয়ারত করেন। এরপর দুই উপদেষ্টা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে স্পষ্ট বলতে চাই, আলিফ হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সেটা হোক ব্যক্তি, সংগঠন কিংবা গোষ্ঠী। তদন্ত চলছে, ফুটেজ আছে। ভিডিও ফুটেজের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত চৌকস টিম কাজ করছে।’

তিনি বলেন, ‘গুজব একটা মারাত্মক বিষয়। আমাদের গুজব থেকে দূরে থাকতে হবে। আমাদের অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি বজায় রাখতে সকলকে সজাগ থাকতে হবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

উপদেষ্টা খালেদ আরও বলেন, ‘সরকারকে বিব্রত করতে দেশে-বিদেশে বিভিন্ন গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে। আমি দেশবাসীকে অনুরোধ করব, ঘটনার পর থেকে অদ্যবধি পর্যন্ত আপনারা যে ধৈর্য্যের পরিচয় দিয়েছেন, আগামীতেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেশ-বিদেশের সব ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।’

গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পর প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজে হাত দিয়েছে। এরপর সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণের মাধ্যমে কাজ শেষ করবে।’

বিজ্ঞাপন

এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সাংবাদিকদের বলেন, ‘আমরা আশ্বস্ত করতে চাই, আলিফ হত্যার বিচার নিশ্চিত করা হবে। বিষয়টিকে কেন্দ্র করে যাতে কোনো উসকানিমূলক ঘটনা না ঘটে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি, সেটা যাতে কোনো কূপমণ্ডুকতায় আচ্ছাদিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিটি বিপদ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে ঐক্যের কোনো বিকল্প নেই।

ধর্ম উপদেষ্টা নিহতের পরিবারকে নগদ ২ লাখ টাকা ও একটি ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ইসকনের বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গত ২৬ নভেম্বর কারাগারে পাঠানো নিয়ে তার অনুসারীদের সঙ্গে আদালত প্রাঙ্গনসহ আশপাশের এলাকায় পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে চট্টগ্রাম আদালত ভবনের মূল প্রবেশপথের সামনে রঙ্গম সিনেমা হলের অদূরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয়।

সারাবাংলা/আরডি/এইচআই

আইনজীবী সাইফুল হত্যা ‍উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর