Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ১৮:১০

খুলনা: ইসকনকে নিষিদ্ধের দাবি এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে নগরীর ডাকবাংলা মোড়ে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইতুন নূর মসজিদের সামনে গিয়ে শেষ হয়। খুলনা জেলা ইমাম পরিষদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এসময় বক্তারা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি জানান।

জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহ’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক মাওলানা এএফএম নাজমুস সউদ, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মাওলানা আনম আব্দুল কুদ্দুস, অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস ও মাওলানা মুশতাক আহমেদ।

সারাবাংলা/এসআর

ইসকন নিষিদ্ধের দাবি খুলনা খুলনা জেলা ইমাম পরিষদ

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর