Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গলাকাটা রনি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ১৭:৩৯ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৯:৩৬

ঢাকা: রাজধানীর উত্তরার বিমানবন্দর থানা এলাকায় টায়ারের দোকানে চুরির ঘটনায় ১২ মামলার আসামি মো. রনি ওরফে গলাকাটা রনিকে (২৫) গ্রেফতার করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া শাখার উপ কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে উত্তরার ১ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর ভোরের দিকে উত্তরার জসিম উদ্দিন রোডের ‘এইচ আর খান টায়ার অ্যান্ড ব্যাটারি শপ-১’ নামের একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরের দল দোকানের গেট ও সাটার কেটে ৩৭টি টায়ার, ২০টি নতুন ব্যাটারি, ২৩টি পুরাতন ব্যাটারি ও দোকানের ক্যাশে থাকা নগদ এক হাজার টাকাসহ সাত লাখ ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

গত ১৫ সেপ্টেম্বর এ ঘটনায় দোকান মালিক মো. ইউনুস খান বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িতদের পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রনি একজন পেশাদার চোর ও ডাকাত। তার বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলা নগর থানা, মোহাম্মদপুর থানা, যাত্রাবাড়ী থানা, চকবাজার থানা ও ভোলা জেলার লালমোহন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ ১২টি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। তার সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত করেছে।

সারাবাংলা/ইউজে/এসআর

গলাকাটা রনি বিমানবন্দর থানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর