থাইল্যান্ডে ক্রেন দুর্ঘটনায় নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪ ১৭:২৪ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৭:২৬
২৯ নভেম্বর ২০২৪ ১৭:২৪ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৭:২৬
থাইল্যান্ডের রাজধানীর একেবারে উপকণ্ঠে একটি নির্মাণস্থলে ক্রেন দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত। আহত হয়েছেন আরও ১০ জন। পুলিশ এ কথা জানিয়েছে।
এএফপি থাই পুলিশের বরাত দিয়ে খরবটি নিশ্চিত করেছেন। শুক্রবার (২৯ নভেম্বর) দুর্ঘটনাটি ঘটে।
এদিন সকালে ব্যাংককের পশ্চিমে সামুত সাখোনে ভবন নির্মাণের কাজে লাগানো একটি ক্রেন পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
সামুত সাখোন পুলিশের ডেটচানাকর্ন চানথাফুম গণমাধ্যমকে বলেন, ‘এতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিকের মৃত্যু এবং আরও ১০ জন আহত হয়। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।’
তিনি বলেন ‘আমরা তিনটি লাশ দেখেছি। তারা ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে প্রাণ হারিয়েছে।’
প্রকৌশলী এবং পুলিশের একটি টিম ক্রেন পড়ে যাওয়ার কারণ তদন্ত করছে।
সারাবাংলা/এইচআই