Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ পালন

ঢাবি করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ১৬:৫২ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৮:২৮

‘মার্চ ফর প্যালেস্টাইন’ পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ঢাকা: আন্তর্জাতিক প্যালেইস্টাইন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ থেকে সংহতি জানিয়ে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২৯ নভেম্বর) রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা অবস্থান নেন। এ সময় তারা ‘আরাকান থেকে ফিলিস্তিন, মুক্তি পাক মুক্তি পাক’, ‘আমরা কী চাই, তোমরা কী চাও, আজাদী আজাদী’, ‘হিন্দুত্ববাদ, মুজিববাদ, নিপাত যাক নিপাত যাক’, ‘টু জিরো নো মোর, জায়ানিজম নো মোর’সহ নানা স্লোগান দেন।

বিজ্ঞাপন

পর শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর, ফুলার রোড হয়ে শহিদ মিনার ঘুরে ফের রাজু ভাস্কর্যে মিছিলটা শেষ করে।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ‘আমরা যখন জুলাইয়ে আন্দোলন শুরু করি তখন প্যালেস্টাইনের মানুষের আকুতি আমাদের স্পিরিট হিসেবে কাজ করেছে। তাই, আজকের এই দিনে আমরা প্যালেস্টাইনের মুক্তি চাই।’

এ সময়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান, সহ-সমন্বয়ক রিফাত রশিদ ও মহিউদ্দিনসহ অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এআইএন/পিটিএম

ঢা‌বি পালন মার্চ ফর প্যালেস্টাইন শিক্ষার্থী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর