পাকিস্তানে ইমরানের পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব
২৯ নভেম্বর ২০২৪ ১৬:১৮ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৭:৫৬
পাকিস্তানে চলমান রাজনৈতিক উত্তেজনার জেরে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধের দাবি ওঠেছে। পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে প্রস্তাব এসেছে। এর আগে বৃহস্পতিবার বেলুচিস্তানেও একই ধরনের প্রস্তাব এসেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ। পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) রানা মুহাম্মাদ ফায়াজ পরিষদের সচিবালয়ের কাছে এই প্রস্তাব জমা দেন।
এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিরোধীদের ওয়াকআউটের মধ্যে বেলুচিস্তানের আইনসভায় পিটিআইকে নিষিদ্ধে জন্য একটি প্রস্তাব পাস করেছে।
এই প্রস্তাবে পিটিআইর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, পিটিআই রাজনৈতিক দলের ছদ্মবেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টিকারী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২৪ নভেম্বরের ঘটনার জন্য যারা দায়ী, তাদেরকে বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়েছে।
ইসলামাবাদ ও দেশের অন্যান্য অংশে ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই কর্মী ও সমর্থকদের সহিংস বিক্ষোভের কারণে বিভিন্ন মহল থেকে পিটিআইর কার্যক্রম সীমিত করার দাবি আসছে।
বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদেও পিটিআইর বিরুদ্ধে বিচার বিভাগ, গণমাধ্যম ও অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ সংস্থার ক্ষতি করার অভিযোগ আনা হয়।
এই নথিতে কেন্দ্রীয় সরকারের প্রতি পিটিআইকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে দলটির নেতৃবৃন্দকে অপকর্মের জন্য জবাবদিহিতার আওতায় আনতে বলা হয়।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর জন্য পিটিআইর প্রতি নিন্দা জানান। বৃহস্পতিবার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন শেহবাজ। সেখানেই তিনি ভবিষ্যতের যেকোনো দাঙ্গা প্রতিরোধ ও প্রতিহত করার জন্য একটি পৃথক, পেশাদার বাহিনী গঠনের নির্দেশ দেন।
তিনি জানান, পিটিআইর এসব কার্যক্রমে দেশের কোটি কোটি রুপি ক্ষতি হয়েছে।
সারাবাংলা/এইচআই