Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিস্ফোরক মামলায় খালাস পেলেন তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ১৬:৩৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৭:৫৬

গাজীপুর: ১০ বছর আগে গাজীপুরে করা একটি বিস্ফোরক আইনে দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক রেহেনা আক্তার এ আদেশ দেন।

জানা গেছে, বাসে পেট্রোল বোমা নিক্ষেপে ও নাশকতার অভিযোগ এনে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারিতে তৎকালীন জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আবুল হাসেম মামলাটি দায়ের করেন। মামলায় এজাহারে নাম না থাকলেও চার্জশিটে তারেক রহমানকে আসামি করা হয়।

এ মামলায় আটজন সাক্ষী সাক্ষ্য দেন। দীর্ঘ ১০ বছর শুনানি শেষে বিচারক বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা তিনটি মামলা থেকেই তিনি অব্যাহতি পেলেন।

মামলার চার্জশিটে বলা হয়, দেশব্যাপী অবরোধ চলাকালে বিএনপি-জামায়াত শিবিরের ৫০-৬০ জন নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে তৎকালীন জয়দেবপুর থানাধীন সাইনবোর্ডস্থ কুলিয়ারচর গার্মেন্টসের সামনে একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে বাসটিতে আগুন ধরে যায়।

রায়ের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর আদালতের আইনজীবী ড. সহিদউজ্জামান বলেন, এজাহারে তারেক রহমানের নাম ছিল না। আওয়ামী লীগ নেতাদের পরামর্শে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এ মামলার চার্জশিটে লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে জড়ানো হয়েছিল।

সারাবাংলা/এসআর

খালাস পেলেন তারেক রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর