Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহের বিসিকে কারখানায় আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ১৫:০৬ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৭:২২

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিক এলাকায় একটি কীটনাশক তৈরি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থল পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিসের দল দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করায় বিসিকের অন্য কোনো কারখানায় আগুন ছড়িয়ে পড়েনি।

এদিকে আগুনের সূত্রপাত কিভাবে তা এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে, কীটনাশক তৈরির কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিসিক শিল্প নগরীর এ জায়গাটি ‘কৃষি সেবা’ নামে একটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ থাকলেও সেটি হেকেম বাংলাদেশ লি. নামে একটি কীটনাশক কোম্পানীকে ভাড়া দেয়া হয়েছে বলে জানা গেছে।

হেকেম বাংলাদেশ লি. কোম্পানির ব্যবস্থাপক জামাল উদ্দিন বলেন, ‘কারাখানাটি বালাইনাশক রি প্যাকিং কারাখানা। মালামাল যা ছিল সব পুড়ে গেছে। ভিতরে কোনো লোক ছিলো না। সপ্তাহে এক দিন বা মাসে দুই দিন কারখানাটি খুলে কাঁচামাল অন্য কারখানায় নেয়া হতো।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় উপপরিচালক মতিয়ার রহমান বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে। আগুন তাদের নিয়ন্ত্রণে আছে, আর ছড়ানোর আশঙ্কা নেই। তবে কীভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটল ও কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর বলা যাবে।’

এদিকে, আগুনের খবর পেয়ে সেনা, র‍্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

সারাবাংলা/এনজে

আগুন কারখানা ময়মনসিংহ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর