Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের হয়ে আর খেলবেন না সাকিব!

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪ ১৫:০৮ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৭:১৫

সাকিব আল হাসান

ভারত সফরের মাঝপথে ঘোষণা দিয়েছিলেন টি-২০ ও টেস্ট থেকে অবসরের। দেশের মাটিতে শেষ টেস্ট খেলে মাঠ থেকে অবসর নেওয়া হয়নি সাকিব আল হাসানের। এবার ওয়ানডে ফরম্যাটের ভবিষ্যৎও ফিকে হয়ে গেল সাকিবের। সাকিবের দেওয়া তিন শর্ত বিসিবি নাকচ করে দেওয়ায় বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আর নাও দেখা যেতে পারে সাকিবকে।

৫ আগস্টের পর থেকেই সাকিবের ক্যারিয়ার নিয়ে জেগেছিল শঙ্কা। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা থাকায় দেশে ফিরবেন কিনা, সেটাই ছিল বড় প্রশ্ন। সাকিব অবশ্য দেশে ফেরেননি। ভারতের মাটিতে টেস্ট সিরিজের মাঝপথে সাকিব জানিয়েছিলেন, বাংলাদেশের জার্সিতে টি-২০ আর খেলবেন না। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই সাদা পোশাককে বিদায় বলতে চান। এরপর চ্যাম্পিয়নস ট্রফি খেলে অবসর নিতে চান ওয়ানডে থেকেও।

বিজ্ঞাপন

তবে অনেক নাটকের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে থেকেও টেস্ট খেলতে বাংলাদেশ আসেননি সাকিব। সাকিব ছিলেন না আরব আমিরাতে হয়ে যাওয়া আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরেও টেস্ট দলে নেই তিনি। এসবের মাঝেই সাকিব ও তার স্ত্রী শিশিরের সকল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক।

ওয়ানডে সিরিজে সাকিব থাকবেন কিনা, সেটা নিয়েই চলছিল গুঞ্জন। ওয়ানডে সিরিজের আগে জানা গেল, জাতীয় দলে খেলার জন্য বিসিবিকে তিনটি শর্ত দিয়েছিলেন সাকিব। দেশে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত রাখা ও দেশে এসে বিদেশে ফেরার নিশ্চয়তা।

তবে সূত্র বলছে, সাকিবের এই তিন শর্তের একটিও মানতে রাজি নয় বিসিবি। সেটাই জানিয়ে দেওয়া হয়েছে সাকিবকে। হত্যা মামলার আসামী হওয়ায় তার নিরাপত্তা কিংবা ব্যাংক অ্যাকাউন্ট সচল করা, কিছুরই দায়িত্ব নিতে নারাজ বিসিবি। আর এতেই অনিশ্চয়তার মাঝে পড়েছে সাকিবের ভবিষ্যৎ।

বিজ্ঞাপন

শর্ত পূরণ না হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও রঙিন জার্সিতে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন না সাকিব। একই সাথে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও তার খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে। শেষ পর্যন্ত সাকিবের ভাগ্যে কি আছে, সেটা হয়তো সাকিব জানিয়ে দেবেন নিজেই।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ বিসিবি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর