স্কুল ভর্তি
আবেদনের সময় শেষ হচ্ছে শনিবার
২৮ নভেম্বর ২০২৪ ২৩:১৪ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১২:৩৮
ঢাকা: স্কুলে ভর্তিতে অনলাইন আবেদনের সময় শেষ হচ্ছে শনিবার (৩০ নভেম্বর)। এই সময়ের মধ্যে দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদনের সুযোগ পাবে শিক্ষার্থীরা। আগ্রহীরা ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। এদিকে, গত ১২ নভেম্বর থেকে শুরু হওয়া অনলাইন আবেদনে ৮ লাখ ৬৩ হাজার ২০৯ জন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে, সরকারি স্কুলে ভর্তির জন্য বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ২টা পর্যন্ত আবেদন করেছে ৫ লাখ ৭১ হাজার ৩৯২ জন। আর বেসরকারি স্কুলে আবেদন জমা পড়েছে ২ লাখ ৯১ হাজার ৮১৭টি। এখনো দুই দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে আরও এক লাখের মতো আবেদন যোগ হতে পারে। তবে নির্ধারিত সময়ের পর আবেদনের সময়সীমা বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
মাউশির সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর সারাদেশের ৫ হাজার ৬২৫টি সরকারি-বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এসব স্কুলে সর্বমোট ভর্তিযোগ্য শূন্য আসন ১১ লাখ ১৬ হাজার ৩৩৩টি। সারাদেশের ৪ হাজার ৯৪৫টি বেসরকারি স্কুলে মোট ভর্তিযোগ্য আসন ১০ লাখ ৭ হাজার ৬৭১টি। সেই হিসাবে তুলনামূলক আবেদনের হার কম। সারাদেশে সরকারি ৬৮০টি স্কুলে এক লাখ ৮ হাজার ৬৬২টি ভর্তিযোগ্য শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫ লাখ ৭১ হাজার ৩৯২টি, যা মোট আসনের প্রায় ছয়গুণ।
এ প্রসঙ্গে মাউশির মাধ্যমিক বিভাগের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল গণমাধ্যমে বলেন, ‘আবেদন প্রক্রিয়া চলমান। ৩০ নভেম্বর পর্যন্ত এ আবেদন চলবে। নির্ধারিত সময়ের পর আর সময় বাড়ানো হবে কি না, তা এখনও সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সারাবাংলা/জেআর/পিটিএম