Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ দিন পর বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

লোকাল করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ২৩:১১

বেনাপোল বাস টার্মিনাল।

বেনাপোল: যশোরের শার্শার বেনাপোল স্থলবন্দর দিয়ে এক সপ্তাহ পর সবধরনের দূরপাল্লার সব বাস চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয় ও স্থলবন্দর চেয়ারম্যানের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পরে সন্ধ্যা ৭টা থেকে বেনাপোল থেকে দূরপাল্লার সবধরনের পরিবহন চলাচল শুরু করেছে।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর শুক্রবার থেকে এক সপ্তাহ ধরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।

পরিবহন নেতারা জানান, নৌপরিবহন উপদেষ্টা ও স্থলবন্দর চেয়ারম্যানের সাথে আলোচনা হয়েছে। তিনি পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের দাবি মেনে নিয়েছেন। এখন থেকে বেনাপোল চেকপোস্ট স্থলবন্দর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার এসি বাস চলাচল করবে।

বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘গত ৭ নভেম্বর উপজেলা প্রশাসন বেনাপোলের কাগজপুকুরে পৌরবাস টার্মিনাল উদ্বোধন করেন। স্বাভাবিক ভাবেই চলছিল সব কার্যক্রম। প্রশাসন এবং পৌরবাস টার্মিনাল কর্তৃপক্ষ হঠাৎ করে দূরপাল্লার যাত্রীগুলো গভীর রাতে কাগজপুকুর টার্মিনালে জোর করে নামিয়ে দেওয়ায় মালিক সমিতি ও পরিবহন শ্রমিকদের সাথে মতের বিরোধ তৈরি হয়। বন্ধ হয়ে যায় দূরপাল্লার সব বাস চলাচল। অবশেষে পরিবহন মন্ত্রণালয় এবং স্থলবন্দর চেয়ারম্যানের সাথে ফলপ্রসূ আলোচনায় উভয় পক্ষ সিদ্ধান্তে উপনীত হয়ে সকল এসি বাস স্থলবন্দর বাস টার্মিনালে যাত্রী নামিয়ে নতুন করে যাত্রী নিয়ে ফিরে যাবে। এই সিদ্ধান্তের ফলে আজ সন্ধ্যা থেকে দূরপাল্লার সব বাস চলাচল শুরু করা হয়েছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবীর তরফদার বলেন, ‘স্থলবন্দরের চেয়ারম্যান মানযারুল মান্নান স্যার আমাকে বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল খুলে দেওয়ার জন্য জানিয়েছেন। স্যারের নির্দেশ মোতাবেক টার্মিনালের গেট খুলে দেওয়া হয়েছে। এখান থেকে নিয়মিত ভাবে এসি বাস চলাচল করবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

বাস-টার্মিনাল বেনাপোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর