Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানুষ স্বৈরাচার বিদায় করেছে, এখন দেশ গড়ার পালা’

স্পেশাল করসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ২২:১৯ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ০০:৫১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ স্বৈরাচার বিদায় করেছে, এখন দেশ গড়ার পালা। দেশ গড়তে আমরা ৩১ দফা দিয়েছি। দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাটে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের’ ফাইনাল খেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আগামী দিনে পেশাদার খেলোয়াড় তৈরি করতে হবে। এর পাশপাশি ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পী তৈরির কাজ করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিকভাবে জনপ্রিয় খেলাগুলো বাছাই করে আমরা দেশের তরুণ সমাজের মধ্যে থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করব। বাইরের দেশের খেলোয়াড়ের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। সব কিছু হবে সরকারিভাবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ১৮ থেকে ২০ কোটি মানুষ। আমাদের বহু মেধাবী ডাক্তার, বহু ইঞ্জিনিয়ার ও অন্যান্য পেশার বহু মেধাবী মানুষ আছে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, বাংলাদেশের একজন সন্তান হিসেবে মনে করি, আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার থাকলে চলবে না। আগামী দিনে অবশ্যই পেশাদার খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মী তৈরি করতে হবে।’

তারেক রহমান বলেন, ‘আমাদের সমাজে মোটামুটিভাবে একটি ধারণা আছে, পড়ালেখা করতে হবে, ভালো ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে। আমাদের সামাজিক গঠনটাই এ রকম। কিন্তু বক্তিগতভাবে আমি মনে করি, একজন মানুষকে, যার মধ্যে খেলোয়াড় হিসেবে মেধা আছে তাকে যদি আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারি, সে যদি একজন প্রফেশনাল খেলোয়াড় হতে পারে তাহলে সেই পেশার মাধ্যমে সে তার পরিবারকে সাপোর্ট দিতে সক্ষম হবে।’

বিজ্ঞাপন

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী অ্যানি, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

তারেক রহমান বিএনপি শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর