সংঘাত-আইনজীবী খুনের একদিন পর কোতোয়ালির ওসিকে বদলি
২৮ নভেম্বর ২০২৪ ২১:১৪ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ২২:৫২
চট্টগ্রাম ব্যুরো: সনাতন ধর্মাবলম্বী নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানো নিয়ে সংঘাত ও আইনজীবীকে খুনের ঘটনার একদিন পর চট্টগ্রামের কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল কাদের চৌধুরীকে বদলি করা হয়েছে। ঘটনার দিন পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং আইনজীবীরা সমালোনায় মুখর আছেন। এর মধ্যেই এ বদলি আদেশ এসেছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজ এ বদলি আদেশ দিয়েছেন বলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-মিডিয়া) কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন।
এডিসি তারেক সারাবাংলাকে জানান, ‘ফজলুল কাদের চৌধুরীকে নগর পুলিশের গোয়েন্দা বিভাগের বন্দর জোনে বদলি করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন নগর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. আব্দুল করিম।’
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ইসকনের বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গত ২৬ নভেম্বর কারাগারে পাঠানো নিয়ে তার অনুসারীদের সঙ্গে আদালত প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে চট্টগ্রাম আদালত ভবনের মূল প্রবেশপথের সামনে রঙ্গম সিনেমা হলের অদূরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয়।
সারাবাংলা/আরডি/এইচআই