ভারতের পাতা ফাঁদে আমরা পা দেব না: গোলাম পরওয়ার
২৮ নভেম্বর ২০২৪ ২০:৪৫ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ২২:১০
চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য ভারতের পাতা ফাঁদে জামায়াত পা দেবে না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে সম্প্রতি নির্মম হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ইসকন যতই উসকানিমূলক কর্মকাণ্ড করুক না কেন, আমাদের ধৈর্য্য ধারণের মাধ্যমে তার জবাব দিতে হবে। ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য ফাঁদ পেতেছে। আমরা সেই ফাঁদে পা দেবো না। ইসকন নামের উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী সন্ত্রাসের আগুন জ্বালাতে চেষ্টা করছে। এদের ব্যাপারে আমাদের আমীরের হেদায়েত হলো, আমরা উত্তম ধৈর্য ধারণ করবো, আমরা সংযত থাকবো।’
তিনি বলেন, ‘লোহাগাড়া, সাতকানিয়াসহ চট্টগ্রামের দক্ষিণ অঞ্চল হবে ইসলামের ঘাঁটি। ইসলামী আন্দোলনের বিজয়ের বিপুল সম্ভাবনা দেখে পাতানো ফাঁদে আমাদের আটকাতে চায়। আমরা কখনো এ পাতানো ফাঁদে পা দিতে চাই না। ধৈর্যের সঙ্গে এদেশে আমরা আল্লাহর দ্বীনের সৌন্দর্য রক্ষা করবো। আমাদের রক্ত যাবে, জেল-জুলুম, রিমান্ড, শাহাদাত সবকিছুর বিনিময়ে দ্বীনের সৌন্দর্য দুনিয়ার সামনে প্রকাশিত করবো।’
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টিকারী অপশক্তি, উগ্রবাদীদের পাতানো ফাঁদে যেন পা না দিই। একটু কষ্ট হলেও আমরা ধৈর্যের সঙ্গে সময় কাটাবো। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো।’
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরের আমীর শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য জাফর সাদেক, নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণের সেক্রেটারি বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, নিহত আইনজীবীর পিতা মুহাম্মদ জামাল উদ্দিন।
সারাবাংলা/আরডি/এইচআই
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ গোলাম পরওয়ার চট্টগ্রাম জামায়াতে ইসলামী