Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ১৯:৩৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৯:৪১

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আটকরা হলেন, উপজেলার ছয়ানী ইউনিয়নের কালিকাপুর গ্রামের শওকত আলীর ছেলে মো.তারেক হাসান (১৮), একই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মো.শাকিব (২৪) ও গোপালপুর ইউনিয়নের মহবুল্যাপুর গ্রামের আব্দুল হকের ছেলে বাহার উদ্দিন (২৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসান গত ৪-৫ দিন আগে জেল থেকে ছাড়া পায়। ছাড়া পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উপজেলার গোপালপুরের গাড়ি স্ট্যান্ড ও বাজার দখলের হুমকি দেয়। দুপুর বহিরাগতদের নিয়ে গোপালপুর বাজার এলাকায় অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া দেয়। এসময় ফাঁকা গুলি ছোঁড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা। একপর্যায়ে স্থানীয়রা তাদেরকে একটি দেশিয় তৈরী এলজি ও এক রাউন্ড কার্তুজসহ আটক করে পুলিশে দেয়।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ তিনজনকে আটক করে স্থানীয় পুলিশে সোপর্দ করেছে। আটক একজনের অবস্থা গুরুতর। ধারণা করা হচ্ছে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হচ্ছে।

সারাবাংলা/এসআর

আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া আটক ৩ নোয়াখালী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর