এআরডির ২ সাংবাদিককে দেশ ছাড়ার নির্দেশ রাশিয়ার
২৮ নভেম্বর ২০২৪ ১৯:০১ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ২০:১৫
রাশিয়া থেকে জার্মান সংবাদ সংস্থা এআরডির দুই সাংবাদিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে রাশিয়ায় কাজ করে আসা এই দুই সাংবাদিককে ১৬ ডিসেম্বরের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। ক্রেমলিনের দাবি, জার্মানির কাজের প্রতিক্রিয়াস্বরূপ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাশিয়া জানিয়েছে, সম্প্রতি জার্মান সরকার দুই রাশিয়ান সাংবাদিককে দেশ থেকে বহিষ্কার করেছে। সেই ঘটনার প্রতিক্রিয়া হিসেবেই এআরডি-র সাংবাদিকদের রাশিয়া ছাড়তে বলা হয়েছে। বহিষ্কৃত রাশিয়ান সাংবাদিকরা দেশের জাতীয় গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন।
এ ঘটনা নতুন নয়। এর আগেও জার্মান সাংবাদিকদের বহিষ্কার করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ শুরুর ঠিক আগে ডয়চে ভেলের মস্কো অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল। এর প্রতিক্রিয়ায় বার্লিন রাশিয়ার একটি জাতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়, তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ তুলে।
এআরডির প্রতিক্রিয়া
এআরডি জানিয়েছে, তাদের এক প্রতিবেদক এবং একজন ক্যামেরাম্যানকে রাশিয়া ছাড়তে বলা হয়েছে। সংস্থাটি বলেছে, এই ঘটনায় রাশিয়া-জার্মানি সম্পর্ক আরও অবনতির দিকে এগোল।
রাশিয়ার যুক্তি
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, জার্মানি দুই রাশিয়ান সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় রাশিয়াও এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, যদি জার্মানি রাশিয়ান সাংবাদিকদের ফিরিয়ে নেয়, তবে রাশিয়াও এআরডি-র সাংবাদিকদের দেশে ফিরতে দিতে পারে।
জার্মানির বক্তব্য
জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, বহিষ্কৃত রাশিয়ান সাংবাদিকদের বৈধ বসবাস ও কাজের অনুমতি ছিল না। সেই কারণেই তাদের দেশ ছাড়তে বলা হয়। তবে, রাশিয়ার চ্যানেল বন্ধ করার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই বলে বার্লিন দাবি করেছে। সঠিক কাগজপত্র থাকলে যে কোনো রাশিয়ান সাংবাদিক জার্মানিতে কাজ করতে পারেন বলেও তারা স্পষ্ট করেছে।
সারাবাংলা/এনজে