Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গ্রেফতার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ১৮:৫৭

টাঙ্গাইল: টাঙ্গাইলে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জালিয়াতি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সাতদিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু তার সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে বুধবার রংপুরের কোতোয়ালী উপজেলার কেল্লাবন্ধ এলাকার হলি ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার গন্ধবপুর গ্রামের আবু বক্করের ছেলে মেহেদী হাসান (২৫), দ্রোড়াকান্দর গ্রামের দীপক চন্দ্র রায়ের ছেলে হিমান্ত চন্দ্র রায় আপন (১৯), বড় আমবাড়ি গ্রামের ওবায়দুল মিয়ার ছেলে তুহিন মিয়া (১৯), টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার শ্রীহরিপুর গ্রামের ছবুর উদ্দিনের ছেলে এস এম আয়াত (১৯), টাঙ্গাইলের সদর উপজেলার বাগবাড়ি গ্রামের জাফর আলীর ছেলে জিহাদ আলী (১৯) ও টাঙ্গাইলের সদর কাকুয়া কালিকৈটাল গ্রামের জুব্বর সিকদারের ছেলে আব্দুল্লাহ্ (১৯)।

পুলিশ সুপার জানান, গত ১৩ নভেম্বর টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে (টিআরসি) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় উত্তীর্ণদের গত ২০ নভেম্বর মৌখিত পরীক্ষা নেওয়া হয়। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ তিনজনের খাতায় প্রাপ্ত নম্বর অনেক বেশি পরিলক্ষিত হয়। ওই তিন চাকরিপ্রার্থীকে লিখিত পরীক্ষায় যেসব প্রশ্নের উত্তর লিখেছেন মৌখিক পরীক্ষায়ও একই প্রশ্ন করলে তারা কোন উত্তর দিতে পারেননি। এ ঘটনায় বোর্ডের কর্মকর্তাদের সন্দেহ হয়।

আরও পড়ুন: কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি, গ্রেফতার ৩

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ওই তিনজনকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তারা জালিয়াতির বিষয়টি স্বীকার করে বলেন, নিয়োগ পরীক্ষায় অন্য তিনজন তাদের পক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে নকল প্রবেশপত্র, স্ট্যাম্প, বাংকের সই চেক, কম্পিউটার পিসি ও মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর

কনস্টেবল নিয়োগ পরীক্ষা গ্রেফতার ৬ জালিয়াতি টাঙ্গাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর