Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েটে শিক্ষক-কর্মকর্তাসহ ১২ জন বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ১৮:৪৮ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ২০:১৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ ১২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, মেকানিক্যাল বিভাগের প্রফেসর ড. সোবহান মিয়া এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আরও ৬ জন কর্মকর্তা ও ১ জন কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অবৈধ উপায়ে নিয়োগ পাওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহেদুজ্জামান বলেন, ‘তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে বাধা প্রদান, বিভিন্ন সময়ে সাধারণ ছাত্র-শিক্ষক নির্যাতনে প্রত্যক্ষভাবে যুক্ত থাকা, সক্রিয়ভাবে রাজনৈতিক প্রভাব বিস্তারে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সেইসঙ্গে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০৩ এর ৪৪ (৫) ধারা ভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ২১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

সারাবাংলা/এইচআই

কুয়েট খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর