Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবু সাঈদের পরিবারকে ড. ইউনূস
আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন

সারাবাংলা ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪ ১৮:২৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ২০:১৫

শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র গ্রহণ করছেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন।

ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন, কারণ তিনি জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ আবু সাঈদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান উপদেষ্টা ঢাকায় তার কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, ‘আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।’

প্রধান উপদেষ্টা এসময় শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন। আবু সাঈদের বাবা মকবুল হোসেন সনদপত্র গ্রহণ করেন। আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা-মা’র স্বাস্থ্যর খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন। তথ্যসূত্র বাসস।

সারাবাংলা/এসআর

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা শহিদ আবু সাঈদ শহিদ আবু সাঈদ ফাউন্ডেশন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর