আইএফআইসি ব্যাংকের অ্যাপে কিউআর পেমেন্ট সুবিধা চালু
২৮ নভেম্বর ২০২৪ ১৮:২২ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৮:২৭
ঢাকা: চলমান ডিজিটাল ট্রান্সফরমেশনের অংশ হিসেবে আইএফআইসি ব্যাংক ডিজিটাল ব্যাংকিং চ্যানেল ‘আইএফআইসি আমার ব্যাংক’ অ্যাপে যুক্ত হলো কিউআর স্ক্যান সম্বলিত ক্যাশলেস পেমেন্ট সুবিধা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর, ২০২৪) আনুষ্ঠানিকভাবে ব্যাংকের ক্যাফেটেরিয়ায় কিউআর পেমেন্টের মাধ্যমে নতুন এ সেবার শুভ উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আইএফআইসি ব্যংক জানায়, আমার ব্যাংক অ্যাপে কিউআর স্ক্যান সুবিধা যুক্ত হওয়ার মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের গ্রাহকেরা এখন থেকে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবেন। ১ হাজার ৪০০ এর বেশি শাখা ও উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি, গ্রাহকদের সর্বাধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সারাবাংলা/ইএইচটি/এসআর