Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ১৮:১০

বান্দরবান: বান্দরবানে মোটরসাইকেল চোর চক্রের সদস্য রাহুল তংঞ্চঙ্গ্যাকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে সাতটি সিম, তিনটি মোবাইল ও দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে বান্দরবান এসপি কার্যালয়ে প্রেস-ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার।

আটক রাহুল তংঞ্চঙ্গ্যা জেলার রোয়াংছড়ি থানার নোয়াপতং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাথিমং তংঞ্চঙ্গ্যার ছেলে।

পুলিশ সুপার জানান, গত এক সপ্তাহে শহরের বিভিন্ন এলাকা থেকে আটটি মোটরসাইকেল চুরি হয়। চোর চক্র চুরি করে মোটরসাইকেল নিয়ে মোবাইল নম্বর দিয়ে যায়। পরে মোবাইল ব্যা্ংকিংয়ের মাধ্যমে টাকা আদায় কর মোটরসাইকেলের সন্ধান দেয়। তাদের দেওয়া তথ্যে চুরি যাওয়া মোটরসাইকেল পাওয়া যায় পুকুর কিংবা ঝোপ-জঙ্গলে। এসব ঘটনায় পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ও সিটি ফুটেজের মাধ্যমে চোর চক্রের সদস্য রাহুল তংঞ্চঙ্গ্যাকে আটক করে।

সারাবাংলা/এসআর

চোর চক্রের সদস্য আটক বান্দরবান মোটরসাইকেল চোর

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর