মুন্সীগঞ্জে অস্ত্রসহ বিকাশ গ্রুপের ৩ সদস্য গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ১৭:৪৬ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৭:৫৮
২৮ নভেম্বর ২০২৪ ১৭:৪৬ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৭:৫৮
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘড়া এলাকা থেকে বিকাশ গ্রুপের ৩ সদস্য গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার বাঘড়া এলাকা থেকে একটি ওয়ান শুটার গানসহ রাহাত তালুকদার, বায়েজিদ তরিকুল ইসলাম নামে বিকাশ গ্রুপের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাইয়ুমউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সারাবাংলা/এনজে