কাদের মির্জার শ্যালক সিরাজ চেয়ারম্যান চট্টগ্রামে গ্রেফতার
২৮ নভেম্বর ২০২৪ ১৭:১০ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৮:৩৫
নোয়াখালী: নোয়াখালীর বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার শ্যালক কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্যাহ (৬০) চট্টগ্রাম থেকে গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগে বুধবার রাতে চট্টগ্রাম থেকে কবিরহাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সিরাজ উল্যাহ নরোত্তমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার শ্যালক।
জানা যায়, ৫ আগস্ট পরবর্তী গা ঢাকা দেয় সিরাজ চেয়ারম্যান। পরবর্তীতে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গায় আত্নগোপন করেন তিনি।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজ উল্যার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ৪টি মামলা রয়েছে। তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠায়।
সারাবাংলা/এসআর