Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনজীবী সুরক্ষা অধ্যাদেশ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ১৮:৩১

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঢাকা: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) প্রাঙ্গণে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অবিলম্বে আইনজীবী সুরক্ষা অধ্যাদেশ প্রণয়ন জারিরও দাবি করা হয়।

বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্যসচিব নুরে এরশাদ সিদ্দিকীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. খালিদ হোসেনের সঞ্চালনে মানববন্ধনে বক্তব্য দেন ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ, অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, হাবিবুর রহমান, সাজেদুল ইসলাম রুবেল, মমিনুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।

মানববন্ধনে অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী বলেন, ‘নতুন বাংলাদেশে আইনজীবীরা নিরাপত্তাহীনতায় থাকতে পারে না। সরকারি আইন কর্মকর্তারা হত্যার শিকার হলে ন্যায়বিচার বিঘ্নিত হবে। আইন আদালতের প্রতি সাধারণ জনগণের আস্থা কমে যাবে। তাই অবিলম্বে আইনজীবী সুরক্ষা অধ্যাদেশ জারি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইসকন একটি আন্তর্জাতিক উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। বিশ্বের নানা দেশে উগ্রবাদী ও উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও সম্প্রতি চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার দায়ে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।’

সারাবাংলা/কেআইএফ/এইচআই

অধ্যাদেশ জারি আইনজীবী সুরক্ষা আইন ইসকন নিষিদ্ধের দাবি

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর