অর্থনীতির শ্বেতপত্র জমা দেওয়া হবে রোববার : দেবপ্রিয় ভট্টাচার্য
সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ১৬:৪৩ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৭:৩৯
২৮ নভেম্বর ২০২৪ ১৬:৪৩ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৭:৩৯
ঢাকা : বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত কমিটি আগামী রোববার প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য।
তিনি আরও জানান, পরদিন সোমবার এক সংবাদ সম্মেলনে শ্বেতপত্রের ফলাফল গণমাধ্যমকে জানানো হবে।
বৃহস্পতিবার রাজধানীর ইআরএফ মিলনায়তনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) আয়োজিত ‘বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও উন্মুক্ত বাজেট জরিপ ২০২৩’ ফলাফল প্রকাশ শীর্ষকি এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
সারাবাংলা/আরএস