Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ বছর কর সুবিধা পাবে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎসহ সকল প্রকল্প

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ১৭:২৫ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৮:৩৫

জাতীয় রাজস্ব বোর্ড।

ঢাকা: বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া থেকে প্রথম ১৫ বছর পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানি নির্ভর প্রকল্প বা বিদ্যুৎকেন্দ্রের জন্য কর মওকুফ সুবিধা দিয়েছে সরকার। এর মধ্যে প্রথম ১০ বছর পর্যন্ত শতভাগ কর মওকুফ সুবিধা পাওয়া যাবে। এর পরবর্তী ৩ বছর পর্যন্ত ৫০ শতাংশ হারে এবং সর্বশেষ ২ বছরে ২৫ শতাংশ হারে কর দিতে হবে। আগামী ২০২৫ সালের ১ জুলাই থেকে এ কর মুওকুফ সুবিধা কার্যকর হবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বুধবার (২৭ নভেম্বর) এটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

বিজ্ঞাপন

কর মওকুফ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে দুটি শর্ত পরিপালনের কথা উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৭৬ এর উপধারা (১) অনুযায়ী যে সকল ব্যক্তির বা কোম্পানির নবায়নযোগ্য জ্বালানি নির্ভর প্রকল্প বা বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে শুরু হবে, সেসব কোম্পানি শর্ত সাপেক্ষে কর অব্যাহতি সুবিধা পাবে।

শর্ত দুটি হচ্ছে- আয়কর আইনের সব বিধানাবলি পরিপালন করতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী ব্যক্তি বা কোম্পানির নবায়নযোগ্য জ্বালানি নির্ভর প্রতিটি প্রকল্প বা বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ বিভাগের অনাপত্তি নিতে হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ অক্টোবরে জারি করা এক প্রজ্ঞাপনে ১০ বছরের জন্য কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছিল। এবারের প্রজ্ঞাপনে সেটি রহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে নবায়নযোগ্য জ্বালানি বলতে জলবিদ্যুৎ, বায়ু ও সৌরচালিত বিদ্যুৎকেন্দ্রকে বোঝানো হয়েছে।

সারাবাংলা/জিএস/আরএস

জাতীয় রাজস্ব বোর্ড নবায়নযোগ্য জ্বালানি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর