বিচারপতির এজলাসে ডিম নিক্ষেপ
জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির
২৮ নভেম্বর ২০২৪ ১৭:৩৬ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ২০:১৬
ঢাকা: হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালের নেতৃত্বাধীন এজলাস কক্ষে ডিম ছুড়ে মারার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সভাপতিকে এ নির্দেশের কথা জানিয়ে দিয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের এ তথ্য জানান।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নিজ কক্ষে গতকালের সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রেক্ষাপটে আজ সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ কথা জানান ব্যারিস্টার খোকন।
তিনি বলেন, ‘চট্টগ্রামে আইনজীবী হত্যা এবং গতকাল সুপ্রিম কোর্টে ডিম ছুড়ে মারার যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সে বিষয়ে কথা বলতে সিনিয়র আইনজীবী ও বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার
রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী নেতা ব্যারিস্টার কায়সার কামাল, বারের বর্তমান সম্পাদক মাহফুজুর রহমান মিলনসহ আমরা আইনজীবীরা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম।’
তিনি বলেন, ‘গতকালের ঘটনা ছিল অনভিপ্রেত। এতে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে বলে প্রধান বিচারপতি আমাদের জানিয়েছেন।’
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ‘গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিচার বিভাগের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এই ঘটনায় পলাতক স্বৈরাচারী সরকারের ইন্ধন থাকতে পারে।’
এটাকে কঠোরভাবে দেখা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনায় বারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। এর জন্য সেখানে উপস্থিত আইনজীবীদের সাক্ষ্য এবং সিসিটিভির ফুটেজ সংগ্রহসহ যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে। যদি ঘটনার সঙ্গে কোনো আইনজীবীর সংশ্লিষ্ট পাওয়া যায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি বারের সদস্য পদ ও বার কাউন্সিলের সনদ বাতিলের সুপারিশ করা হবে।’
সারাবাংলা/কেআইএফ/পিটিএম
অনাকাঙ্ক্ষিত ঘটনা এ এম মাহবুব উদ্দিন খোকন কঠোর পদক্ষেপ সুপ্রিম কোর্ট