Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহিষ্কৃত চিন্ময় কৃঞ্চ দাসের দায় নেবে না ইসকন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ১৫:৫৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৬:৪৪

প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইসকন বাংলাদেশ।

ঢাকা: গ্রেফতার হয়ে কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন বাংলাদেশ। তারা জানায়, তাকে অনেক আগেই ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস এ কথা জানান।

তিনি বলেন, ‘কয়েক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদ-পদবিসহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। তাই তাদের দ্বারা সংঘটিত কার্যক্রম ইসকনের নয়।’

চারু চন্দ্র দাস বলেন, ‘গত ৩ অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে, চিন্ময় কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত।’

এদিকে চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইসকন বাংলাদেশ। সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস বলেন, ‘তার (আইনজীবী) মর্মান্তিক অকাল মৃত্যু আমাদের মর্মাহত করেছে।’

উল্লেখ্য, আগে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের আদালত।

সারাবাংলা/ইউজে/এইচআই

ইসকন চিন্ময় কৃঞ্চ দাস সাইফুল ইসলাম আলিফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর