Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসিকের সাবেক সিইওসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ১৫:২৮ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৭:২২

ময়মনসিংহ: সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইউসুফ আলীসহ ময়মনসিংহ সিটি করপোরেশনের চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জেলা ও দায়রা জজ আদালতে মামলা হয়েছে। তাদের মধ্যে ইউসুফ আলী ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)। তিনি ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক হিসেবেও নিযুক্ত আছেন।

মামলার বাকি তিন আসামি হলেন— ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদুৎ) জিল্লুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক।

বিজ্ঞাপন

বুধবার (২৭ নভেম্বর) ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন নগরীর মোহাম্মদ আলী রোডের মৃত অ্যাডভোকেট ইব্রাহিম পারভেজের ছেলে। জ্যেষ্ঠ বিশেষ বিচারক মমতাজ পারভীনের মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

জেলা জজ আদালতের প্রধান তথ্য কর্মকর্তা বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৪/৫ ধারায় মামলাটি হয়েছে। বিজ্ঞ জেলা ও দায়রা জজ (সিনিয়র স্পেশাল জজ) আদালতে বিচারক মমতাজ পারভীন মামলাটি আমলে নিয়েছেন। তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনীত অভিযোগ জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশন কর্মকর্তার কার্যালয়কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

আইনজীবী রিয়াদ মোহাম্মদ সাঈদ জানান, নগরীর মোহাম্মদ আলী রোডের মৃত অ্যাডভোকেট ইব্রাহিম পারভেজের ছেলে বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের দায়ে আদালতে মামলাটি করেন।

সারাবাংলা/ইআ/টিআর

ময়মনসিংহ ময়মনসিংহ সিটি করপোরশন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর