Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় ব্যাপক হামলা: মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪ ১৪:৫১ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৭:২২

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শত্রুপক্ষের ব্যাপক হামলার শিকার হয়েছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী। আসন্ন মিসাইল হামলার কারণে দেশব্যাপী বিমান হামলার সতর্কতা জারি করা হয়।

‘আবারও জ্বালানি খাত শত্রুর বড় আক্রমণের শিকার হয়েছে। ইউক্রেনজুড়ে বিদ্যুৎ স্থাপনাগুলোতে হামলা চালানো হচ্ছে,’ বলে জার্মান গালুশচেঙ্কো এক ফেসবুক পোস্টে জানান।

জাতীয় বিদ্যুৎ গ্রিড অপারেটর ইউক্রেনারগো তাত্ক্ষণিকভাবে জরুরি বিদ্যুৎ বন্ধের নির্দেশ দিয়েছে বলে তিনি জানান। এই সময় দেশজুড়ে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকে জানিয়েছে, কিয়েভ, ওডেসা, ডিনিপ্রো এবং ডোনেৎস্ক অঞ্চলে জরুরি বিদ্যুৎ বন্ধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালেই দেশব্যাপী বিমান হামলার সতর্কতা জারি করা হয় মিসাইল হুমকির কারণে। দেশটির বিমান বাহিনীর বার্তায় জানা যায়, মিসাইলগুলো খারকিভ, ওডেসা এবং আরও আটটি অঞ্চলের দিকে ধেয়ে আসছে। সেইসাথে বিপজ্জনক স্থানের সকলকে আশ্রয়স্থলে যাওয়ার কথা বলা হয়েছে।

খারকিভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ জানিয়েছেন, খারকিভের কিয়েভস্কি জেলায় তিনটি হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উত্তর-পশ্চিম ইউক্রেনের লুটস্ক শহরের মেয়র ইগর পোলিশচুক জানিয়েছেন, শহরে পুনরায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রোজমেরি ডিকার্লো চলতি মাসে ইউক্রেন-রাশিয়া সংঘাতে বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধির নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলার কারণে এই শীত যুদ্ধের শুরুর পর থেকে সবচেয়ে কঠিন শীত হতে পারে।

বিজ্ঞাপন

সর্বশেষ মিসাইল হামলার ঘটনা এমন এক সময় ঘটল যখন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবসরপ্রাপ্ত জেনারেল কিথ কেলোগকে ইউক্রেনের বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন। তার কাজ হবে রুশ আগ্রাসন বন্ধ করা।

৮০ বছর বয়সী জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ কেলোগ সাম্প্রতিক একটি প্রতিবেদনে শান্তি আলোচনার জন্য সামরিক সাহায্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার পরামর্শ দেন। তিনি বলেন, ইউক্রেন যদি আলোচনায় যেতে না চায় তবে তাদের এজন্যে ‘অত্যন্ত বড় ক্ষতি’ মেনে নিতে হবে।

সারাবাংলা/এনজে

অবকাঠামো ইউক্রেন বিদ্যুৎ মিসাইল হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর